গুরু মহাশয়
.jpg)
দি ডগ
মোঃ আরিফ হোসেন
কুকুর এর গন্ধে থাকা যায়না। কেন যেন মরা কুকুর একটা এখানে এনে ফেলে রেখেছে। এটি আমি দেখেছি হিজলার পাড়ে, কে যেন এনে ফেলে রেখেছে। তার কি কোন কাজ নাই, সে এখানে এনে ফেলছে কেন!
কুকুর যেখানে থাকে কুকুর এর গন্ধে এমনিতেই থাকা যায়না। আমি যখন চট্টলা ছিলাম সেখানেও কুকুর একটা ছিল।সে সারাক্ষণ গন্ধ কোতো।তার গায়ে দিয়ে কি যেন সাপ বের হত, তার গন্ধে থাকা যেতনা।কেউ যখন কুকুর এর সাথে মিশত তার কথা মনে পড়ত, সবাই বলত এই সর্ সর্।কুকুর আসলেই এক নাজায়েজ প্রাণী।
কুকুর নিয়ে আরও গবেষণা করেছি। কেউ একজন নাকি কুকুর মারতে গিয়ে নিজেই মরেছে। কুকুর এর পায়ে যখন ধরল কুকুর দিল এক লাফ্, লোকটি গেল পড়ে। কুকুর এর নখের আঁচড় পায়ে লেগে গেল ।সেই থেকে লোকটি অসুস্থ, এখন শুধু কাতরায়।কখন মরে ঠিক নাই।
কুকুরের কামড় খেয়ে মরেছে এ এক সাধারণ ঘটনা।একজন তো কুকুর কামড়াতে গিয়ে নিজেই কামড় খেল।যখন কুকুর' আর সামলানো যাচ্ছিলনা, দিল এক কামড়, সেই বিষ এখনও আছে।
কুকুর দেখলে বেশি তোড়জোড় করবেনা, হা হা রে রে বলবে। কাছে আসলে বিষ্কুট পানি দিয়ে বিদায় করবে।
কুকুর আসলেই এক নির্জিব প্রাণী। এটি সারাক্ষণ শুধু ঘেউ ঘেউ করে, কিন্তু কথা বলেনা।কুকুর এর খাবার কুকুর খায়, মানুষ এর খাবার খায়না।
কুকুর যখন হাঁপাতে থাকে কেউ লাথি মেরোনা।তাহলে সে কামড় দিবে, তখন তার গোস্ত খাওয়ার শখ।
Comments
Post a Comment